লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে খায়বার-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। আর এবার সেই যুদ্ধের দ্বাদশ বার্ষিকীতে গত রবিবার প্রথমবারের মতো এ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল সংগঠনটি। দক্ষিণ লেবাননের ম্লিতা যাদুঘরে ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়।
খায়বার-১ ক্ষেপণাস্ত্রের ওজন হচ্ছে ৯১৬ কেজি, সাত মিটার লম্বা এবং ক্ষেপণাস্ত্রটি ৪৪ থেকে ৭৫ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম।
২০১২ সালে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য হিজবুল্লাহ খায়বার-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। খবর আনাদোলুর।
এদিকে ইসরায়েল বার বার বলে আসছে, তাদের জন্য হিজবুল্লাহ হচ্ছে সবচেয়ে বড় হুমকি। ইসরায়েলের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, হিজবুল্লাহর হাতে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা ভবিষ্যতে ইসরাইলের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে।
বিডি প্রতিদিন/ ২১ আগস্ট ২০১৮/ ওয়াসিফ