ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরু হতে আর বেশি দেরি নেই। তার আগেই গ্রীষ্মকালীন দলবদল এবং প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। ইংলিশ চ্যাম্পিয়নশিপে নামার অপেক্ষায় থাকা লেস্টার সিটি ইতোমধ্যে ছন্দ খুঁজে পেয়েছে। সর্বশেষ প্রীতি ম্যাচে ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে তারা। এ ম্যাচে একটি গোলের অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী।
গত মৌসুমে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেললেও নতুন মৌসুমে লেস্টারের হয়ে নিয়মিত খেলছেন হামজা। তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন থাকলেও প্রাক-মৌসুম প্রস্তুতিতে একাদশে জায়গা পেয়ে নিজের দক্ষতার প্রমাণ দিচ্ছেন এই ডিফেন্ডার।
রবিবার লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফিওরেন্টিনার বিপক্ষে বলের দখলে দুই দল সমানে সমান থাকলেও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। লেস্টার ১০টি শটের ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়, অন্যদিকে ফিওরেন্টিনা ৭টি শট নিয়েও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
ম্যাচের ২৯ মিনিটে এল খানুসের পাস থেকে জর্ডান আইয়ু গোল করে লেস্টারকে এগিয়ে দেন। এরপর ৩৬ মিনিটে আসে ম্যাচের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত। হামজা চৌধুরীর পাস থেকে অসাধারণ গোল করেন আব্দুল ফাতায়ু। ডান প্রান্ত দিয়ে উঠে দুর্দান্ত ক্রস বাড়ান হামজা, যা নিয়ন্ত্রণে নিয়ে একক প্রচেষ্টায় ফিওরেন্টিনার রক্ষণকে পরাস্ত করেন ২১ বছর বয়সী ফাতায়ু।
রাইটব্যাক পজিশনে খেলা হামজা ম্যাচজুড়ে ছিলেন প্রাণবন্ত। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও রেখেছেন চোখে পড়ার মতো ভূমিকা। ৭৫ মিনিটে কোচ এনজো সিফুয়েন্তেস তাকে তুলে নিয়ে মাঠে নামান তরুণ বেন নেলসন।
আগামী ১০ আগস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমে শেফিল্ড ওয়েনসডের বিপক্ষে ম্যাচ দিয়ে পথচলা শুরু করবে লেস্টার সিটি।
বিডি প্রতিদিন/মুসা