বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মুখিয়ে আছে ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে এবার ইরান এই প্রথম তাদের দেশে তৈরী করা প্রথম যুদ্ধবিমানের মোড়ক উন্মোচন করল।
মঙ্গলবার তেহরানে এক প্রতিরক্ষা প্রদর্শনীতে বিমানটির এ মোড়ক উন্মোচন করা হয়। এ ব্যাপারে বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়, এটি হচ্ছে চতুর্থ প্রজন্মের একটি যুদ্ধবিমান। বিমানটি শতভাগ দেশীয় প্রযুক্তিতে তৈরী।
এদিকে, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রদর্শিত বিভিন্ন ছবিতে প্রেসিডেন্ট হাসান রোহানিকে ন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রির এক্সিবিশনে ‘কাউসার’ নামের নতুন একটি যুদ্ধ বিমানের ককপিটে বসে থাকতে দেখা যাচ্ছে। খবরে বলা হয়, ইতোমধ্যে এ যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালানো হয়েছে।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/ ২২ আগস্ট ২০১৮/ ওয়াসিফ