সৌদি আরবের সাথে মিল রেখে মঙ্গলবার আমেরিকার অধিকাংশ মুসলমান পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজের পরই সকলে পশু কুরবানির জন্যে বিভিন্ন খামারে চলে যান ।
নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, ফ্লোরিডা, মিশিগান, আটলান্টা, শিকাগো, টেক্সাস, বস্টন, ওয়াশিংটন মেট্রো এলাকায় ঈদের আমেজ লক্ষ করা গেছে।
মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘কেয়ার’র পক্ষ থেকে বলা হয়েছে, এবার সর্বত্র চমৎকার আবহাওয়া বিরাজ করায় সহস্রাধিক মুক্ত ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের ভেতরে অনুষ্ঠিত হয় আড়াই হাজারের অধিক ঈদ জামাত।
চাঁদ দেখার শরিয়তি মারপ্যাঁচের দোহাই দিয়ে সামান্যসংখ্যক মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে আজ বুধবার।
কম্যুনিটি এবং ব্যবসা প্রতিষ্ঠান ও পশু খামারের সূত্রগুলো জানায়, আগের যে কোন সময়ের চেয়ে এবার কুরবানির সংখ্যা বেশি। একইভাবে পবিত্র হজব্রত পালনের জন্যে মক্কায় গমনকারি আমেরিকানেরও সংখ্যাও ছিল আগের চেয়ে দ্বিগুণ।
নিউ ইয়র্ক অঞ্চলে সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে থমাস এডিসন হাই স্কুল মাঠে। সেখানে মার্কিন রাজনীতিকরা মুসল্লীগণকে ঈদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন। এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টার এবং বায়তুল জান্নাহ মসজিদের ঈদ জামাতেও শত-সহস্রাধিক মুসল্লী অংশ নেন।
বিডি প্রতিদিন/ফারজানা