পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার রাজধানী ইসলামাবাদে শপথগ্রহণ করেন প্রাক্তন পাকিস্তানী ক্রিকেটার তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তথা পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু।
অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধানকে আলিঙ্গন করার পরেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। একের পর এক বিরোধী বক্তব্য ধেয়ে আসতে থাকে তার বিরুদ্ধে। কেবলমাত্র বিজেপিই নয়। তার নিজের দল কংগ্রেসেরও বেশ কিছু বিধায়ক সমালোচনা করতে ছাড়েননি সিধুকে। যা ঘিরে এই মুহূর্তে তোলপাড় গোটা ভারত।
তবে সিধুর পাশে দাঁড়িয়েছেন ভারতের তিন প্রাক্তন লেফট্যানেন্ট জেনারেল ও এক প্রাক্তন ব্রিগেডিয়ার। যদিও আরেক প্রাক্তন ব্রিগেডিয়ার সিধুর এহেন কাজে সমর্থন করেননি।
বিডি প্রতিদিন/২২ আগস্ট ২০১৮/আরাফাত