ভারতের মুম্বাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন বৃদ্ধ নারীসহ চারজনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। আহত হয়েছেন ১৬ জন। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
এর আগে, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস অফিস। দ্রুত অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে যোগ দেয় পুলিশ, বৈদ্যুতিক প্রকৌশলীরাও।
এদিকে অগ্নিকাণ্ডের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ক্রিস্টাল টাওয়ার নামে বহুতল ওই আবাসিক ভবন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। অগ্নিকাণ্ডের পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ভবনের উপরের তলায় জড়ো হন। এ সময় তাদের উদ্ধারে ক্রেন ব্যবহার করা হয়।
বিডি প্রতিদিন/ ২২ আগস্ট ২০১৮/ ওয়াসিফ