কাতারের নাগরিকদের জন্য নতুন এন্ট্রি ভিসা ইস্যু করা বন্ধ করে দিয়েছে বাহরাইন। সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের সঙ্গে দোহার কূটনৈতিক টানাপড়েন ও বাণিজ্য অবরোধের মধ্যে মানামার রাজতান্ত্রিক সরকার এ সিদ্ধান্ত নিল।
সোমবার বাহরাইন সরকার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, কাতারের যেসব ছাত্র বাহরাইনে পড়াশুনা করছে তাদের ওপর মানামা সরকারের নতুন সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। কাতার সরকারের দায়িত্বহীন আচরণের জন্য মানামা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
বাহরাইন আরও বলেছে, কাতার প্রতিবেশী দেশগুলোর অধিকারের প্রতি সম্মান দেখায় না কিংবা আন্তর্জাতিক আইনের নীতিমালা অনুসরণ করে না।
গত বছরের ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে।
দেশগুলো দাবি করে আসছে, সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দিচ্ছে কাতার। তবে দোহা এ অভিযোগ সবসময় নাকচ করে আসছে।
বিডি প্রতিদিন/২২ আগস্ট ২০১৮/আরাফাত