ফ্রান্সের প্রেসিডেন্টের রাফায়েল চুক্তির মন্তব্যে শোরগোল পড়ে গেছে সারা ভারতে৷ কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল মাক্রোঁ গতকাল বুধবার যে মন্তব্য করেছেন, তাতে বিজেপি সরকার পড়ে গেছেন অস্বস্তিতে৷
বুধবার জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল মাক্রোঁ জানালেন, ‘সেই রাফায়েল চুক্তির সময় আমি সরকারে ছিলামই না৷ সেই সময় সব কিছু হয়েছে৷’
রাজনৈতির বিশেষজ্ঞদের মতে একথা বলে ফ্রান্সের প্রেসিডেন্ট নিজের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে চেয়েছেন৷ এর আগে রাফায়েল চুক্তি নিয়ে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওঁলান্দ জানিয়েছিলেন, ভারত সরকারের অনুরোধেই রিলায়েন্স কোম্পানির সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছিলাম৷
সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওঁলান্দর বিস্ফোরক মন্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলে নামে ফ্রান্স সরকার৷ তাড়াতাড়ি বিবৃতি দিয়ে জানায়, রাফায়েল চুক্তির বরাত কোন সংস্থাকে দেওয়া হবে তাতে দুই দেশের সরকারের কারোরই কোনও ভূমিকা ছিল না৷ এই বিবৃতি প্রকাশ্যে আসার পর কিছুটা স্বস্তি পায় বিজেপি সরকার৷ তবে বুধবার ফরাসী প্রেসিডেন্টের বক্তব্যে সেই অস্বস্তি নতুন করে মাথা চাড়া দিয়ে উঠল বলেই মনে করা হচ্ছে৷
গত বছর মে মাসে ফরাসি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এম্যানুয়েল মাক্রোঁ৷ অন্যদিকে, ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে রাফায়েল চুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করে নরেন্দ্র মোদি সরকার৷ তাই বিনা দ্বিধাতেই সেই চুক্তি প্রসঙ্গে সরাসরি কথা বলতে অস্বীকার করলেন বর্তমান ফরাসি প্রেসিডেন্ট৷
জাতিসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখার পরে এক পার্শ্ববৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হন ফরাসি প্রেসিডেন্ট৷ সেখানেই এই দায় এড়িয়ে যান তিনি৷ এই প্রশ্নের সোজা উত্তর এদিন দেননি তিনি৷ ম্যাক্রোঁ বলেন, যে সময় রাফায়েল চুক্তি হয়েছিল সেসময় তিনি ক্ষমতায় ছিলেন না৷ তবে যতদূর জানেন, এটা দু’দেশের সরকারের মধ্যে আলোচনায় ঠিক হয়েছিল। এবং রাফায়েলের যে বরাত দেওয়া হয়েছিল তা আসলে প্রতিরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে দু’দেশের বোঝাপড়ার নমুনা৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর