দক্ষিণ জাপানে আছড়ে পড়ল ক্যাটাগরি-২ টাইফুন ট্রামি। শনিবার স্থানীয় সময় মধ্যরাতের পর ঘণ্টায় ১৬২ কিলোমিটার বেগে জাপানের দক্ষিণাংশে ওকিনাওয়া প্রিফেচারে আছড়ে পড়ে টাইফুন ট্রামি।
এখন পর্যন্ত পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে। ট্রামির ধাক্কায় ওকিনাওয়া প্রিফেচারের পরিবহন পরিষেবা থমকে গিয়েছে। অল নিপ্পোন এয়ারওয়েজ এবং জাপান এয়ারলাইন্স ওকিনাওয়া এবং কাগোশিমা প্রিফেচারে ৪০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। বিমানবন্দরে আটকে রয়েছেন কমপক্ষে ৩৮ হাজার যাত্রী।
ওকিনাওয়া শহরের মোনোরেল পরিষেবারও শনিবার দিনভর বন্ধ করে দিয়েছে প্রশাসন। ঝড়ে রাস্তা ভেঙে গেছে। উপড়ে গেছে বিদ্যুৎ এবং টেলিফোনের খুঁটি। সম্পূর্ণ ওকিনাওয়াজুড়ে প্রায় ১ লক্ষ ৯৫ হাজার বাড়ি বিদ্যুৎহীন। আগামী দু’দিন উত্তর এবং পশ্চিমাংশে তুমুল ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
টোকিওর আবহাওয়া দপ্তরের আরও পূর্বাভাস, রবিবার স্থানীয় সময় সকাল ৬টার মধ্যে ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে দক্ষিণপশ্চিম এবং পশ্চিম জাপানের কাগোশিমা প্রিফেচারের আমামি দ্বীপ, দক্ষিণ কিউশু, শিকোকু এবং কিঙ্কিতে আছড়ে পড়তে পারে ট্রামি।
টাইফুনের জেরে টোকিও সহ মধ্য এবং পূর্ব জাপানের টোকাই, হোকুরিকু, কান্টো–কোশিনে ঘণ্টায় ১২৬ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি হতে পারে। রবিবার আমামি দ্বীপে প্রায় ৪০০ মিলিমিটার, ওকিনাওয়ায় ৩০০ মিলিমিটার, শিকোকু এবং টোকাইয়ে ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর