Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৩:৫৯
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩৬

কারও নির্দেশে চলবে না চীন: শি জিনপিং

অনলাইন ডেস্ক

কারও নির্দেশে চলবে না চীন: শি জিনপিং

অর্থনৈতিক উন্নয়নের পথে চীন কারও নির্দেশে চলবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক ‘সংস্কার ও অর্থনৈতিক উদারীকরণ’ নীতির ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। খবর ফিনান্সিয়াল টাইমস'র।

শি জিনপিং বলেন, আমি অর্থনৈতিক সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটাও বলতে চাই যে অন্য কোনও দেশের নির্দেশ মেনে নিয়ে বেইজিং তার এক দলীয় ব্যবস্থা থেকে দূরে সরবে না। সমাজতন্ত্রের সবচেয়ে বড় ব্যানারটি মাথা তুলে দাঁড়িয়ে থাকবে চীনের মাটিতে।

তিনি বলেন, যেটার পরিবর্তন হওয়া উচিত এবং করা যাবে, সেটার সংস্কার করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। একইভাবে যেটার সংস্কার হওয়া উচিত নয় এবং করা যাবে না, সেটার সংস্কার না করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

এই অনুষ্ঠানে চীনের অন্যতম ধনী ব্যক্তি ও ই-কমার্স কোম্পানি আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এবং বাস্কেটবল প্লেয়ার ইয়াও মিংসহ দেশটির দারিদ্র্য দূরীকরণ ও গ্রামীণ সংস্কারে ভূমিকা রাখা ১০০ জনকে মেডেল প্রদান করা হয়।


বিডি প্রতিদিন/হিমেল

 


আপনার মন্তব্য