প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে কারও অনুমতি চাইবে না তুরস্ক। একটি সন্ত্রাসী গোষ্ঠীকে কীভাবে মোকাবেলা করতে হবে, সে জন্য কারও কাছ থেকে আমাদের পরামর্শ নেয়ার দরকার নেই।
রুশ দৈনিক কমমারসেটে লেখা একটি নিবন্ধে এ দাবি করেন তুর্কি প্রেসিডেন্ট।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, গত ৩০ বছর ধরে সন্ত্রাসী সংগঠন কুর্দিশ প্রটেকশন ইউনিটসের কার্যক্রম আমাদের জনগণের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। কাজেই এমন একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে কারও অনুমতির দরকার নেই।
এরদোয়ান বলেন, উপযুক্ত পরিবেশ পেলেই সন্ত্রাসীদের ধাওয়া দেয়া আমাদের অধিকার। যারা সিরিয়ার ভেতর থেকে আমাদের দেশের জন্য হুমকি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার আমরা রাখি।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের কয়েকটি গোষ্ঠী মূল ঘটনা উপেক্ষা করছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ার কুর্দিদের প্রতিনিধিত্ব করছে না। বিপরীতে তারা কুর্দিশ লোকদের মারাত্মক ক্ষতির মুখে ফেলছে। সিরিয়া ও প্রতিবেশী দেশের সীমান্তে বসবাস করা কোনো কুর্দিদের সঙ্গে তুরস্কের কোনো সমস্যা নেই বলেও দাবি করেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন