পাকিস্তানের জইশ-ই-মুহাম্মদ নেতা মাসুদ আজহারের ফ্রান্সে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করবে দেশটি। সেই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশকেও এই আবেদন জানাচ্ছে তারা।
মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় আনতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব এনেছিল ফ্রান্স। চীনের আপত্তিতে তা আটকে যাওয়ার পরেও হাল ছাড়ছে না তারা। বিকল্প রাস্তায় মাসুদকে চাপে ফেলার চেষ্টা এ বার শুরু করেছে তারা।
ফ্রান্সের স্বরাষ্ট্র, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিটিতে বলা হয়েছে, ‘নির্দিষ্ট আইনে মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে’। বিবৃতিতে পুলওয়ামায় জঙ্গি হানার প্রসঙ্গও উল্লেখ করে বলা হয়েছে, ‘ওই হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মুহাম্মদ। এই জইশকে ২০০১ সাল থেকেই জঙ্গি গোষ্ঠী হিসেবে ঘোষণার চেষ্টা করে যাচ্ছে জাতিসংঘ’। সে জন্যই এই জঙ্গি সংগঠনের মাথা মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য ইউরোপের মিত্র দেশের প্রতি আবেদন জানাবে ফ্রান্স। ইউরোপে জঙ্গি সংগঠনের তালিকায় জইশকে অন্তর্ভুক্তির দাবিও জানানো হবে এই দেশগুলির কাছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন