ভারতের নৌবাহিনীর ওপর নজর রাখার চেষ্টা করছে চীন। খবর অনুযায়ী, কর্ণাটকে আইএনএস কদম্ব এবং ওডিশা উপকূলে এপিজে কালাম আইল্যান্ডের (যা হুইলার আইল্যান্ড নামে পরিচিত) ওপর চীন গোয়েন্দাগিরি করছে। আর এজন্য চীনের প্রতিনিধি আইএনএস কদম্বের কাছে বেতুল আইল্যান্ডে ঘুরেও গেছেন বলে জানা গেছে।
ব্যবসাকে সামনে রেখে যাতে ভারতীয় নৌবাহিনীর ওপর খুব কাছে থেকে নজর রাখা যায় তার জন্য চীন চেষ্টা চালাচ্ছে বলে দাবি ভারতীয় গোয়েন্দাদের। আরও জানা গেছে, হুইলার আইল্যান্ডে চীনের এই উপস্থিতি ভারতের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একইভাবে, আইএনএস কদম্ব ভারতীয় নৌসেনাবাহিনীর প্রধান ঘাঁটি। এবং ভারতের দুটি এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার সর্বদাই কারওয়ারে উপস্তিত থাকে৷
এই ঘাঁটি থেকেই চীন এবং পাকিস্তানের ওপর নজর রাখে ভারত। তাই এর ওপর চীনের নজর ভারতের জন্য বড়সড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৭ সালে আসামের তিনসুকিয়াতে লংটং গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধিক্ষেত্র পরিদর্শনে এসেছিলেন চীনের অ্যাম্বাসাডার লুও ঝাহুই। তাই ভারতের নিরাপত্তা কর্মকর্তাদের মতে, ভারতে প্রবেশের জন্য ব্যবসাকেই হাতিয়ার করে এগোতে চাইছে চীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর