লোকসভা নির্বাচন উপলক্ষে উড়িষ্যার কোরাপুটে নির্বাচনী প্রচারে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বালাকোটে অভিযানের এক মাস পর ‘এখনও লাশ গুণছে পাকিস্তান’। এসময় বিরোধীদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, শত্রু দেশে ঢুকে জঙ্গিদের বিরুদ্ধে হামলার পরও বিরোধীরা ‘প্রমাণ চাইছেন’। খবর ইন্ডিয়া ট্যুডে'র।
মোদি বলেন, (বালাকোটে অভিযানের পর) এক মাস কেটে গেছে। পাকিস্তান এখনও সেখানে নিহতদের মৃতদেহ গুণছে। আর বিরোধীরা এখনও প্রমাণ চাইছেন। বিরোধীদের নিশানা করে এদিন তিনি আরও বলেন, ভারত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। শত্রু দেশের অভ্যন্তরে ঢুকে আক্রমণ করছে, আর তারা প্রমাণের পেছনে পড়ে রয়েছেন।
এদিকে মঙ্গলবার অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল (এ-স্যাট)-এর সফল পরীক্ষা করেছে ভারত। এরপর থেকেই এই ‘মিশন শক্তি’কে প্রচারে হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিডি প্রতিদিন/হিমেল