১৮ এপ্রিল, ২০১৯ ১৩:৪৫

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে বাবা আমাকে প্রস্তাব দেন

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে বাবা আমাকে প্রস্তাব দেন

বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের স্থলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের নাম নিয়ে জল্পনা শুরু হয়। তবে এ বিষয়ে ইভাঙ্কা ট্রাম্প এতোদিন কোনো কথা না বলেননি। তবে এবার তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে খোলা-মেলা কথা বলেন। 

সংবাদ মাধ্যম দ্য আটলান্টিকের সাক্ষাৎকারে ইভাঙ্কা বলেন, বিশ্বব্যাংকের প্রধান হওয়ার জন্য তার বাবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। 

সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প তাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে ইচ্ছুক কি-না। সে সময় তার বাবাকে তিনি জানান, হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবে তিনি যে কাজ করছেন 'সেই কাজেই খুশি'। 

এছাড়াও মার্কিন অর্থনীতিবিদ ডেভিড ম্যালপাসকে বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জড়িত ছিলেন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর