২১ এপ্রিল, ২০১৯ ১৪:৫৯

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৬

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৬

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের গির্জা ও পাঁচ তাঁরা হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৬ -এ দাঁড়িয়েছে। এর মধ্যে ৩৫ জন বিদেশি পর্যটক রয়েছেন।

এ ঘটনায় আহত  হয়েছেন আরও কমপক্ষে ৪০২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার সকালে ইস্টার সানডে-এর প্রার্থনা চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর দ্য সান, কলম্বো টেলিগ্রাফ, এনডিটিভি ও দ্য ন্যাশনালের।

জানা গেছে, রাজধানী শহর কলম্বোর কচ্চিকাড়ের সেন্ট অ্যান্থনি গির্জা, নিগাম্বোর সেন্ট সিবাস্তিয়ান গির্জা ও কাটানা শহরের কাটুওয়াপিটিয়ার একটি গির্জায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়া রাজধানীর শাংরি লা হোটেল, সিনামন গ্রান্ড ও কিংসবুরি পাঁচ তাঁরা হোটেলেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সবগুলো বিস্ফোরণের ঘটনা একই সময়ে ঘটেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, খ্রিস্টধর্মে বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ একটি দিন ইস্টার সানডে। এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর