২১ এপ্রিল, ২০১৯ ১৯:১৬

সাদ্দামের ছবিযুক্ত ঘড়ি বিক্রির দায়ে যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক

সাদ্দামের ছবিযুক্ত ঘড়ি বিক্রির দায়ে যুবক গ্রেফতার

ইরাকের রাজধানী বাগদাদে সাদ্দাম হোসেনের ছবিযুক্ত ঘড়ি বিক্রি করায় এক ইরাকি যুবককে গ্রেফতার করেছে পুুলিশ। এ ঘটনায় পুলিশ আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। 

শনিবার ওই ব্যক্তিকে বাগদাদের আল-জামিয়া জেলা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বাগদাদ পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, স্থানীয় নাগরিকরা এ ঘটনা দেখে পুলিশকে খবর দিলে ওই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির কাছে সাদ্দাম হোসেনের ছবিযুক্ত বেশ কয়েকটি হাতঘড়ি পাওয়া গেছে।  

ইরাকের বর্তমান সংবিধান অনুযায়ী সাদ্দাম হোসের বাথ পার্টি ও তার সরকার এখন নিষিদ্ধ। সুতরাং বাথ পার্টি এবং তাদের নেতাদের প্রচারণা চালানো সম্পূর্ণত বেআইনি।

২০০৬ সালের ৩০ ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর