শিরোনাম
২৩ এপ্রিল, ২০১৯ ১২:৪৪

শ্রীলঙ্কায় বোমা হামলার তদন্তে অস্ট্রেলিয়া পুলিশ

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় বোমা হামলার তদন্তে অস্ট্রেলিয়া পুলিশ

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনা তদন্ত করবে অস্ট্রেলিয়া ফেডারেল পুলিশ (এএফপি)।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “বোমা হামলার ঘটনায় শ্রীলঙ্কা নিরাপত্তা বাহিনীর সঙ্গে তদন্তে যোগ দেবে আমাদের পুলিশ। আমরা তাদেরকে এই প্রস্তাব দিয়েছিলাম। তারা আমাদের প্রস্তাবে সাড়া দিয়েছে। যেখানেই প্রয়োজন হবে সেখানেই আমরা তাদেরকে তদন্তে সহায়তা করবো।”

তিনি আরও বলেন, যদিও এই হামলার পেছনে প্রকৃতপক্ষে কারা দায়ী, সে বিষয়ে এখনও অকাট্য তথ্য পাওয়া যায়নি। তবে আমরা এটা জানি যে, এই হামলার লক্ষ্যবস্তু কারা।

উল্লেখ্য, রবিবার ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের ৩টি গির্জা, ৩টি পাঁচ তাঁরা হোটেল ও আরও দুটি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৩১০ জন নিহত ও আরও কমপক্ষে ৫০০ জন আহত হয়েছে।

সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর