২৩ এপ্রিল, ২০১৯ ১৮:৪৬

যে কারণে তুমুল হাসাহাসির শিকার হচ্ছেন ইমরান খান

অনলাইন ডেস্ক

যে কারণে তুমুল হাসাহাসির শিকার হচ্ছেন ইমরান খান

ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, জাপান ও জার্মানি একে অন্যের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সীমান্তে দু'দেশ কীভাবে যৌথ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলছে, তার উদাহরণ দিতে গিয়ে জাপান ও জার্মানির নাম নেন।

সোমবার তেহরানে ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা হাসান রুহানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে দেওয়া ইমরান খানের সেই মন্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ইমরান খান ইতিহাস গুলিয়ে ফেলায় সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল হাসাহাসির শিকার হচ্ছেন। 

জাপানের সঙ্গে জার্মানির সীমান্ত ভাগাভাগি বিষয়ক ইমরানের মন্তব্যকে ‘বিব্রতকর’ অ্যাখ্যা দিয়ে কটাক্ষ করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও।

এরআগে আফ্রিকাকে উদীয়মান দেশ অ্যাখ্যা দিয়েও সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েন ইমরান।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর