টঙ্গীর পাশে পূবাইল থানাধীন ঈছালী পশ্চিমপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে জমির মালিক তমিজউদ্দিন ও নারী পুরুষসহ ৭ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় আহত জসিম বাদী হয়ে সাইফুল, আনিসুর রহমান, মাসুম ও রাসেলসহ ৯জনের বিরুদ্ধে পূবাইল থানায় একটি মামলা দায়ের করেন।
এরপর থেকে সাইফুল ও তার সহযোগিরা মামলার বাদী ও তমিজউদ্দিনকে মামলা তুলে নিতে প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে তমিজউদ্দিন ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মামলার বাদী জসিম বলেন, পূবাইল থানা পুলিশ রহস্যজনক কারণে আসামিদের গ্রেফতার না করে তাদের সহযোগিতা করছে।
এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূইয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য,গত ১১ মে শনিবার জমি জমা বিরোধের জের ধরে সাইফুলেল নেতৃত্বে দফায় দফায় সন্ত্রাসী হামলার ঘটনায় তমিজউদ্দিন ও নারী-পুরুষসহ ৭ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।
বিডি-প্রতিদিন/তাফসীর