২১ মে, ২০১৯ ১১:২৮

ইরানকে ‘বৃহৎ বাহিনী’র সঙ্গে লড়তে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

ইরানকে ‘বৃহৎ বাহিনী’র সঙ্গে লড়তে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

ফাইল ছবি

পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্র। বাকযুদ্ধের পাশাপাশি চলছে পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে ফের ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এ হুঁশিয়ার বার্তা দেন ট্রাম্প।

এ সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি মনে করি, ইরান মস্ত বড় ভুল করবে যদি তারা কিছু করে। আমেরিকার স্বার্থে আঘাত হানলে ইরানকে ‘বৃহৎ বাহিনী’র সঙ্গে লড়তে হবে। ট্রাম্প মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থের কথা উল্লেখ করেন।

এছাড়া গত রবিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ইরান যদি যুদ্ধ করতে চায়, তাহলে তা হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি। সেসময় তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রকে হুমকি দিও না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র: রয়টার্স


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর