২০ জুন, ২০১৯ ১৩:০৪
পার্লামেন্ট অধিবেশনে ভারতের রাষ্ট্রপতি

‘নারীর সমান অধিকার প্রতিষ্ঠায় ৩ তালাক বাতিল জরুরি’

অনলাইন ডেস্ক

‘নারীর সমান অধিকার প্রতিষ্ঠায় ৩ তালাক বাতিল জরুরি’

ভারতে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা করতে তিন তালাক বাতিল করা জরুরি বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। চলমান ১৭তম লোকসভার প্রথম পার্লামেন্ট অধিবেশনের চতুর্থ দিন বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

রাষ্ট্রপতি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি নির্বাচন শান্তিপূর্ণ ও সফল ভাবে সম্পন্ন হয়েছে। রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। মহিলাদের গুরুত্বপূর্ণ উত্থান হয়েছে এবার ভোটে। ভোটার কিংবা জয়ী প্রার্থী- দুই দিক দিয়েই এটা লক্ষ্য করা যাচ্ছে। ২০১৯ লোকসভা নির্বাচনে যত সংখ্যক মহিলারা ভোট দিয়েছেন, তা প্রায় পুরুষদের সমান। এমনকি, কোনো কোনো অঞ্চলে মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের থেকে বেশি ছিল।

উল্লেখ্য, গত সোমবার শুরু হওয়া সংসদের এই অধিবেশন চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত। সূত্র : এনডিটিভি

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর