২০ জুন, ২০১৯ ২১:২৮

এবার ভারতে হামলা চালাতে পারে আইএস!

অনলাইন ডেস্ক

এবার ভারতে হামলা চালাতে পারে আইএস!

সম্প্রতি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বোমা হামলায় ১৫৬ জন নিহত হয়েছেন। এবার ভারতেও এভাবে হামলা চালাতে পারে আইএস! এমনটিই দাবি দেশটির গোয়েন্দাদের। 

এ ব্যাপারে সম্প্রতি ভারতের কেরল রাজ্যে পুলিশের তিন কর্মকর্তাকে চিঠি দিয়েছে দেশটির গোয়েন্দারা। তাতে বলা হয়েছে, মার্কিন যৌথবাহিনীর অভিযানে ইরাক এবং সিরিয়ায় জমি হারিয়েছে আইএস। তাই বলে সন্ত্রাসী কার্যকলাপে ইতি টানার কোনও অভিসন্ধি নেই তাদের। বরং জঙ্গিরা যে, যেখানে রয়েছে, সেখান থেকেই নাশকতার ছক কষছে। এই মুহূর্তে ভারত এবং শ্রীলঙ্কার উপর নজর পড়েছে তাদের। এই দুই দেশে বড় ধরনের নাশকতা চালানোর ছক কষছে আইএস। 

ভারতীয় গোয়েন্দা সূত্রে আরও জানা গিছে, মেসেঞ্জার অ্যাপস টেলিগ্রামের মাধ্যমেই এতোদিন তথ্য আদান-প্রদান করত আইএস। কিন্তু এখন তারা সিগন্যাল এবং সাইলেন্ট টেক্সটের মতো তুলনামূলক নিরাপদ অ্যাপস ব্যবহার করছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর