২০ জুলাই, ২০১৯ ১৪:৪৯

একনজরে সৌদি আরবের সামরিক শক্তি

অনলাইন ডেস্ক

একনজরে সৌদি আরবের সামরিক শক্তি

আবারও মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ সৌদি আরবে সেনা মোতায়েন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগে থেকেই সেখানে মার্কিন সৈন্যের উপস্থিতি থাকলেও নতুন ফের সেন্য মোতায়েনের বিষয়টি অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান।

একনজরে সৌদি আরবের নিজস্ব সামরিক শক্তি

লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস)-এর তথ্যানুযায়ী, সৌদি আরবের সশস্ত্র বাহিনীর সদস্য ২ লাখ ৫১ হাজার ৫০০।

এছাড়া সৌদি আরবের রয়েছে ৯০০ ট্যাঙ্ক, ৭৬১ আর্টিলারি ও ১১টি টহল নৌযান।

দেশটির যুদ্ধবিমান রয়েছে ৩৩৮টি। সৌদি আরবের কোনও ডুবোজাহাজ নেই। তবে তাদের রয়েছে ৭টি ডেস্ট্রয়ার/রণতরী রয়েছে।

অন্যদিকে, সৌদি আরবে কী পরিমাণ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, তার কোনো আনুষ্ঠানিক হিসাব নেই।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর