২১ জুলাই, ২০১৯ ১৪:২৪

বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্টে ১২ রোহিঙ্গা

দীপক দেবনাথ, কলকাতা

বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্টে ১২ রোহিঙ্গা

ফাইল ছবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’এর তৎপরতায় ব্যর্থ হল রোহিঙ্গা অনুপ্রবেশ। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের মুখেই তাদের বাধা দেয় বিএসএফ। এরপরই গত তিন দিন ধরে ত্রিপুরায় আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টে অবস্থান করছে ১২ জন রোহিঙ্গা মুসলিম। এর মধ্যে পাঁচ জন শিশু ও দুই নারী।

রবিবার বিএসএফ’এর ডিআইজি সি.এল.বেলবা জানান, গত বৃহস্পতিবার ত্রিপুরার সিপাহীজলা জেলার ফুতিয়া গ্রাম দিয়ে বাংলাদেশ থেকে ভারতের প্রবেশের চেষ্টা করছিল ১২ জন রোহিঙ্গা। এসময় তাদের গতিপথ রোধ করা হয়। ওইদিনই বিএসএফ ও বিজিবি’র কমান্ডান্ট পর্যায়ে বৈঠক হয় এবং বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বিজিবি একমত হয়। কিন্তু ওই রোহিঙ্গরারা ‘জিরো লাইন’ ছেড়ে যেতে রাজি না হওয়ায় সেখানেই অবস্থান করছে।

বিএসএফ কর্মকর্তা আরও জানান, ওই রোহিঙ্গারা কক্সবাজার রোহিঙ্গা উদ্বাস্তু শিবিরে ছিলেন এবং তাদের কাছে বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে ইস্যু করা পরিচয় পত্রও পাওয়া গেছে। বাংলাদেশের তৈরি বিস্কুট ও নরম পানীয় উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে।

বিএসএফ-এর ধারনা, এই খাবারগুলি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের পক্ষ থেকে উদ্বাস্তু শিবিরে সরবরাহ করা হয়েছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর