পাকিস্তানের দুটি মাছ ধরার নৌকা আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র সদস্যরা।
শনিবার গুজরাটের কচ্ছের রন এলাকার হারামি নালা এলাকার জলাশয় থেকে পরিত্যক্ত অবস্থায় নৌকা দুটি আটক করে বিএসএফ সদস্যরা।
তারা জানায়, পাকিস্তান-ভারত সীমান্ত এলাকায় কচ্ছের রনে পরিত্যক্তভাবে পড়ে ছিল ওই নৌকা দুটি। এসময় তারা সেগুলোকে পাকিস্তানি নৌকা বলেও চিহ্নিত করে, তবে নৌকায় কোনও সরঞ্জাম বা সন্দেহজনক কিছু ছিল না।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া
বিডি প্রতিদিন/কালাম