জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকে এই প্রথম উপত্যকায় মাথাচাড়া দিল জঙ্গিরা। সোমবার সন্ধ্যায় কাশ্মীরের পুলওয়ামা থেকে গুর্জর সম্প্রদায়ের দু’জনকে অপহরণ করে জঙ্গিরা। পরে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়। গভীর রাত পর্যন্ত অপহৃত দ্বিতীয় জনের খোঁজ মেলেনি।
পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধে সাড়ে ৭টা নাগাদ পুলওয়ামা জেলার ত্রালের বনাঞ্চল থেকে অপহরণ করা হয় গুর্জর সম্প্রদায়ের ওই দুই সদস্যকে। এর মধ্যে আব্দুল কাদীর কোহলির বাড়ি রাজৌরিতে। অপরজন মঞ্জুর আহমেদ শ্রীনগরের খোনমোহ অঞ্চলের বাসিন্দা। ত্রালের অস্থায়ী আস্থানা ‘ঢোক’ থেকে এই দু’জনকে বন্দুকধারীরা তুলে নিয়ে যায়। অপহরণের খবর পেয়ে পুলিশ তল্লাশিতে নামলে, আব্দুল কাদীর কোহলির গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। অপর অপহৃতের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/কালাম