ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির দেওয়া বিশেষ নিরাপত্তা সরিয়ে নিয়েছে মোদি সরকার। এর পরিবর্তে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী সিআরপিএফকে তার নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া'র।
খবরে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের ফলে এবার থেকে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী এসপিজি নিরাপত্তা পাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মনমোহন সিং এখন জেড প্লাস নিরাপত্তা পাবেন।
বিডি প্রতিদিন/হিমেল