ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী ও উপদেষ্টা হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহ'র জবাব হবে অত্যন্ত বেদনাদায়ক ও বিধ্বংসী।
তিনি এক টুইটে এ কথা বলেছেন। আমির আব্দুল্লাহিয়ান বলেন, লেবানন, সিরিয়া ও ইরাকে আগ্রাসনের জন্য ইহুদিবাদী ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে।
তিনি বলেন, হিজবুল্লাহ কঠোর জবাব দেবে। আমির আব্দুল্লাহিয়ান আরও বলেন, মধ্যপ্রাচ্যে শক্তির হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে এবং এই অঞ্চলে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা করা হচ্ছে আমাদের রেড লাইন।
শনিবার রাতে লেবাননের আকাশসীমা লঙ্ঘন করায় ইসরাইলের দু'টি ড্রোন ভূপাতিত করে হিজবুল্লাহ। লেবাননে বোমা ফেলতেই ইসরাইল ড্রোন পাঠিয়েছিল বলে হিজবুল্লাহ জানিয়েছে। এছাড়া শনিবার রাতেই ইসরাইলি জঙ্গিবিমানগুলো সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এছাড়া ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ শাবি'র সামরিক অবস্থানেও হামলা চালিয়েছে ইসরাইল। আমেরিকার বিভিন্ন সংবাদ সূত্র থেকে বলা হয়েছে, গত এক মাসে ইরাকে হাশ্দ আশ শাবির কয়েকটি অবস্থানে হামলার সঙ্গে ইহুদিবাদী ইসরাইল জড়িত।
বিডি প্রতিদিন/আরাফাত