সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে পাকিস্তান। বার বার বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পরেও থামছে না ইসলামাবাদ বলে অভিযোগ ভারতের। এবার সীমান্ত বরাবর কমান্ডো মোতায়েন করল তারা। ১০০ জনেরও বেশি স্পেশাল সার্ভিস গ্রুপ বা এসএসজি কমান্ডো নিয়োগ করা হয়েছে বলে ভারতের কাছে খবর রয়েছে।পাকিস্তানের এই পদক্ষেপের পর সতর্ক রয়েছে ভারত।
ভারতীয় গণমাধ্যমের দাবি, ভারতীয় সেনা কড়া নজরদারি শুরু করেছে সীমান্ত বরাবর। এই কমান্ডোরা বিভিন্ন জঙ্গি সংগঠন, যেমন জইশ ই মহম্মদ, লস্করের মতো সংগঠনগুলোকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করছে বলে তথ্য মিলেছে। এই কমান্ডোরা পাকিস্তানের সেনাকে সীমান্তে গুলির লড়াই জারি রাখার প্ররোচণাও দিচ্ছে। সাহায্য করছে গুলির লড়াই ও ভারি মর্টার শেলিংয়ে। মূলত সীমান্ত লাগোয়া ভারতীয় গ্রামগুলোতে হামলা চালানো হচ্ছে, এতে প্রাণহানির আশঙ্কা বেশি থাকছে। তবে পাল্টা তৈরি রয়েছে ভারতও। ভারতের ছোড়া গুলিতে বেশ কয়েকজন পাকিস্তানের সেনার মৃত্যুর খবর এসেছে।
ভারতীয় গোয়েন্দা সংস্থার সূত্রগুলো জানাচ্ছে, পাকিস্তানের সীমানায় স্যার ক্রিক এলাকায় ঘাঁটি গেড়েছে পাকিস্তানের ১০০ জনেরও বেশি স্পেশাল সার্ভিস গ্রুপ বা এসএসজি কমান্ডো। এই তথ্য পাওয়ার পরেই সীমান্ত বরাবর নজরদারি বাড়ায় ভারত। জানানো হয়, পাকিস্তানের সেনা এবং আইএসআইয়ের সমস্ত কার্যকলাপের গতিবিধির ওপর নজর রাখছি আমরা। আমরা নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর সতর্ক দৃষ্টি রাখছি। তাদের কোন রকম গণ্ডগোলের খবর পেলে আমরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ব। সূত্র : কলকাতা 24x7।
বিডি-প্রতিদিন/শফিক