লেবাননে অবস্থিত ফিলিস্তিনি ঘাঁটিতে ইসরায়েলের ড্রোন হামলাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন।
সোমবার জাতিসংঘের লেবানন বিষয়ক বিশেষ সমন্বয়ক জান কুবিসের সঙ্গে এক বৈঠকে এমনটা বলেন তিনি।
খবরে বলা হয়, সোমবার লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর মিত্র ও সিরিয়াসমর্থিত দল ‘পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন-জেনারেল কমান্ড’-এর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।
বিডি প্রতিদিন/আরাফাত