লেবানন সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে আপাতত ইহুদিদের চলাচল না করতে আহ্বান জানিয়েছে দখলদার ইসরাইলের সেনাবাহিনী। কারণ হিজবুল্লাহ প্রতিশোধমূলক হামলা চালাতে পারে আশংকা করছে তারা। তাই দখলদার ইসরাইলের সেনাবাহিনী এই নিষেধাজ্ঞা জারি করেছে।
পাশাপাশি সেনাদের পক্ষ থেকে জানান হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া লেবানন সীমান্তের আশেপাশে যাওয়া যাবে না। প্রসঙ্গত, গতি রবিবার লেবাননের দক্ষিণ বেহরুতের যাহিয়া এলাকায় গত রবিবার ড্রোন হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ওই দিনেই সিরিয়ার দামাস্কার দক্ষিণে ইসরাইলি জঙ্গি বিমানের হামলায় নিহত হন দুই হিজবুল্লাহ সেনা।
এরপরেই হিজবুল্লাহ মহাসচিব সইদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইসরাইলি হামলার যোগ্য জবাব দেওয়া হবে এবং দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলের ইহুদিবাদীরা আর শান্তিতে ঘুমোতে পারবে না। হিজবুল্লাহর হুমকির জেরে ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। প্রতিরোধ সংগ্রামীদের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় সামরিক বাহিনী নানা সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ