পাকিস্তানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে চিঠি দিয়েছে আফগানিস্তান। ২২ আগস্ট, ২০১৯ জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি আদেলা রাজ চিঠিটি লিখেছেন।
আফগানিস্তান বলেছে, তাদের কুনার প্রদেশের শেল্টান জেলা লক্ষ করে ১৯ ও ২০ আগস্ট পাকিস্তানি সামরিক বাহিনী ২০০টি রকেট ছুড়েছে। এতে আফগানিস্তানের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয় এবং স্থানীয়দের এলাকা ছাড়তে হয়েছে।
আফগানিস্তান এটিকে আন্তর্জাতিক এবং মানবিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এটা নিয়ে পাকিস্তানি সরকারের কাছে আবেদন জানালেও তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেছে আফগানিস্তান।
এ বিষয় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন আফগানিস্তান। প্রসঙ্গত, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশগুলো হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।
সূত্র; টাইমস নাউ
বিডি প্রতিদিন/ফারজানা