ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। এ নিয়ে উত্তপ্ত পুরো ভারত। জানা গেছে, তারই জের ধরে জম্মু-কাশ্মীর এবং লাদাখের মানবাধিকার কর্মী শেহলা রশিদ মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্টে ৩৭০ ধারা বাতিলের বিষয়টি চ্যালেঞ্জ করেছেন।
জওহরলাল নেহরু ইউনিভার্সিটির সাবেক এই শিক্ষার্থী কাশ্মীরের রাজনৈতিক নেতা শাহ ফয়সালের সঙ্গে যৌথভাবে ওই চ্যালেঞ্জ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট সাতটি পিটিশন দাখিল হলো।
৩৭০ ধারা বাতিলের বিষয়টি চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশনগুলোর ওপর বুধবার শুনানি হওয়ার দিন নির্ধারিত আছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ