২০১২ সালে বিধানসভায় বসেই পর্নোগ্রাফি দেওয়ার সময় ধরা পড়া বিজেপির আলোচিত নেতা লক্ষ্মণ সাওয়াদি ভারতের কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। নিউজ এইটটিনের খবর, মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা নিজেই লক্ষ্মণ সাওয়াদিসহ তার তিন ডেপুটি বেছে নিয়েছেন। আর এটা নিয়েই বিজেপির অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কীসের ভিত্তিতে এই তিনজনকে নিজের ক্যাবিনেটে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
প্রতিবেদনে বলা হয়, লক্ষ্মণ সাওয়াদিকে নিয়ে শুরু হয়েছে বিশেষভাবে চর্চা। কারণ ২০১২ সালে বিধায়ক থাকাকালীন বিধানসভায় বসেই পর্ন ভিডিও দেখছিলেন তিনি। ধরাও পড়েন। তার সঙ্গে ছিলেন সিসি পাটিলও। ইয়েদুরাপ্পার মন্ত্রিসভায় সিসি পাতিলও মন্ত্রী হয়েছেন। দু’জনকেই দেখা গিয়েছিল মন দিয়ে পর্নোগ্রাফি ভিডিও দেখতে।
ওই সময় বিধানসভায় উপস্থিত সংবাদ মাধ্যমে ধরা পড়েছিল সেই ছবি। তারপরও এমন গুরু দায়িত্ব পাওয়ার ফলে প্রবীণ বিজেপি নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
যদিও ওই ভিডিও দেখা নিয়ে মুখ খুলেছিলেন লক্ষ্মণ সাওয়াদি। সে সময় তিনি জানিয়েছিলেন যে, রেভ পার্টির নেতিবাচক প্রভাবের বিষয় এক আলোচনায় বক্তব্য রাখার জন্য তিনি এই ভিডিও দেখছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব