মেক্সিকোর কোটজাকোলাকোস শহরের একটি বারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৩ জন।
বুধবার বারটিতে বন্দুক হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। ভেরাক্রজ প্রদেশের সরকারি প্রসিকিউটর কার্যালয় বলছে, হামলাকারীদের আটকে অভিযান শুরু হয়েছে।
বন্দুকধারীরা বারের ভেতর ঢুকে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। এসময় তাদের হামলায় আটজন নারীসহ মোট ২৩ জন নিহত হয়েছেন। আহত হন ১৩ জন।
প্রদেশটির গভর্নর কুইতলাহুয়াক গার্সিয়া বলেছেন, ভয়াবহ ওই বন্দুক হামলার সঙ্গে একটি গ্যাং জড়িত। ভেরক্রুজে এসব অপরাধী চক্রকে আর কোনোভাবেই সহ্য করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন