সম্প্রতি এক ঘটনায় অল্পের জন্য জরিমানার হাত থেকে রক্ষা পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিযোগ উঠে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো। তবে সে অভিযোগ থেকে রক্ষা পেয়েছেন পুতিন।
গেল ১০ আগস্টে রাশিয়া অধ্যুষিত ক্রিমিয়ায়র সেভাস্তোপল শহরে নাইট উল্ভস মোটরসাইকেল ক্লাবের উদ্যোগে আয়োজিত এক শোভাযাত্রায় অংশ নেন পুতিন। সে শোভাযাত্রায় হেলমেট না পরে বাইক চালাতে দেখা যায় রাশিয়ান প্রেসিডেন্টকে। এ ঘটনায় তাকে জরিমানা করতে পুলিশের কাছে অভিযোগ জানান দুই ব্যক্তি।
অভিযোগে সড়ক আইন লঙ্ঘনের দায়ে পুতিনকে ১৫ ডলার (প্রায় সাড়ে বারোশ’ টাকা) জরিমানা করার দাবি জানানো হয়।
পরে অভিযোগের প্রেক্ষিতে ট্রাফিক বিভাগের চিঠিতে জানানো হয়, ওই মোটরসাইকেল শোভাযাত্রাকালে নিয়মিত সড়ক আইন কার্যকর ছিল না। কোনো উৎসব, ক্রীড়া অনুষ্ঠান ও সামরিক কুচকাওয়াজের সময় সড়ক আইন ভিন্ন হয়ে থাকে। এর ফলে, প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নেওয়া বা তাকে জরিমানা করার সুযোগ নেই।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন