বন্যা ও ভূমিধসের আশঙ্কায় দক্ষিণপশ্চিমাঞ্চলের ২ লাখ ৪০ হাজার লোককে সরিয়ে নিতে নির্দেশ জারি করেছে জাপান সরকার।
এদিকে কর্মকর্তারা প্রবল বর্ষণে এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খবর এএফপি’র।
জাপানের আবহাওয়া সংস্থা কিউশুর বিভিন্ন এলাকার জন্য সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারির পর লোকজন সরিয়ে নেওয়ার এ নির্দেশ জারি করা হয়।
এতে বলা হয়, ব্যাপক মহাবিপর্যয়ের সম্ভাবনা থাকায় লোকজনের জীবন রক্ষার লক্ষ্যে এ নির্দেশ দেওয়া হলো।
প্রবল বর্ষণের কারণে প্রয়োজনে এ অঞ্চলের ১০ লাখের বেশি লোককে সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, তারা ইতোমধ্যে সাগা অঞ্চলের অনেক বাড়ি বন্যা কবলিত হওয়ার খবর পেয়েছে। সরকারি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিশ্চিত করতে সেখানে কাজ করছে।
বিডি প্রতিদিন/কালাম