পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দু'টি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় অন্তত ২৫ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৬০ জনেরও বেশি সেনা।
সোমবার দেশটির বুলকেসি শহর এবং বুরকিনা ফাসো সীমান্তের কাছে মোন্দোরোতে হামলা চালায় জঙ্গিরা। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এ হামলার ঘটনায় ইসলামি চরমপন্থি সংগঠন ‘আনসারুল ইসলাম’র সদস্যদের দায়ী করা হচ্ছে।
মালি সরকারের তরফ থেকে বলা হয়েছে, জঙ্গিরা হামলা চালালে সেনারাও পাল্টা জবাব দেয়। সেনাবাহিনীর হামলায় ১৫ জঙ্গি নিহত হয়েছে। তারা জঙ্গিদের কাছ থেকে তাদের ঘাঁটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে সেনাবাহিনীর অনেক অস্ত্রশস্ত্র এবং যানবাহন জঙ্গিদের দখলে চলে গেছে।
চলতি বছরে সরকারি বাহিনীর বিরুদ্ধে এটি ভয়াবহতম হামলাগুলোর একটি। এঘটনায় ওই অঞ্চলে মালির সেনাবাহিনী, বুরকিনা ফাসো এবং ফরাসি সেনাদের সঙ্গে যৌথ অভিযান শুরু হয়েছে।
২০১৬ সালে জনপ্রিয় ও চরমপন্থি ইসলামি বক্তা ইব্রাহিম মালাম দিকোর নেতৃত্বে এ সংগঠন আত্মপ্রকাশ করে। এর আগে ২০১২ সালে ইব্রাহিম দেশটির উত্তরাঞ্চলে ইসলামি চরমপন্থিদের সঙ্গে একজোট হয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন