বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেছেন, তার মনে পাপ আছে, তাই উনি দলাদলি করেন।
বুধবার উত্তর ২৪ পরগণার শ্যয়ামনগর গুড়দহ নতুনপল্লী সার্বজনীনের পূজা উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, আমাদের আর করার দরকার নেই। সব জায়গা ও সব বিষয়ে উনার মনে বিভেদ থাকে, তাই এই কথা উনি বলছেন। দুর্গাপূজায় বিভেদ হবে কেন? বাঙালির এই উৎসব সবার জন্য, আমরা সবাই থাকি এর মধ্যে কিন্তু তার মাথায় সব সময় রাজনীতি থাকে, তাই কু চিন্তা আসে।
দিলীপ ঘোষ আরও বলেন, আমরা এনআরসি নিয়ে কোনও সভা সমিতি করিনি। শুরুটা উনি করেছেন, আর সব সময় শুরু উনিই করেন। পশ্চিমবঙ্গে মুসলিমদের জন্য আলাদা স্কুল, কলেজ, হাসপাতাল সব উনি করেছেন। আমরা কিন্তু এসব কিছু করিনি। কোন বিভেদ করিনি। তাই যার মনে পাপ আছে, সে সব জায়গায় ওটাই দেখে আমাদের মনে কোন পাপ নেই।
বিডি প্রতিদিন/আরাফাত