মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই ইমপিচ করতে হবে এবং তাকে নির্জন কারাগারেও দিতে হবে। একথা বলেছেন ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ম্যাক্সিন ওয়াটার্স।
মঙ্গলবার মার্কিন কংগ্রেসের এ সদস্য ওই মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে যেসব ডেমোক্র্যাট নেতা প্রথম থেকে ইমপিচ করার দাবি জানিয়ে আসছেন ম্যাক্সিন ওয়াটার্স তাদের একজন।
মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ইমপিচমেন্টের তদন্ত শুরু করার পর ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে ম্যাক্সিন ওয়াটার্স এসব কথা বলেছেন।
প্রতিনিধি পরিষদের এ সদস্য বলেন, “আমি কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানাব, ডোনাল্ড ট্রাম্পকে অশ্লীল কথা বলা থেকে আপনারা বিরত রাখুন এবং গোপন ত্যথ ফাঁসকারী ব্যক্তির বিরুদ্ধে মাস্তানের মতো ভাষা ব্যবহার করা থেকে বিরত রাখুন।
ম্যাক্সিন ওয়াটার্স বলেন, ট্রাম্পের জন্য শুধু ইমপিচমেন্ট যথেষ্ট নয়, তাকে নির্জন কারাগারেও দিতে হবে; তবে এ মুহূর্তে ইমপিচমেন্ট জরুরি।”
সূত্র: বিজনেস ইনসাইডার
বিডি প্রতিদিন/কালাম