নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত মার্চে দুটি মসজিদে ভয়াবহ হামলা চালিয়ে ৫১ মুসল্লিকে হত্যায় অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্ট বিচারিক আদালত সরানোর যে আবেদন করেছিলেন তা বৃহস্পতিবার প্রত্যাহার করেছেন।
এর আগে, হত্যাযজ্ঞ যে নগরীতে চালানো হয়েছিল সেখান থেকে এই মামলার বিচারকার্য অন্য নগরীতে সরিয়ে নেয়ার জন্য গত আগস্টে আবেদন করেছিলেন ব্রেন্টন।
সাউথ আইল্যান্ড সিটি থেকে বিচারিক আদালত স্থানান্তর করতে অভিযুক্ত বন্দুকধারী ব্রেন্টন টরেন্টের করা আবেদন বিবেচনায় ক্রাইস্টচার্চে বিচারপূর্ব শুনানি করে দেশটির উচ্চ আদালত। কিন্তু আদালত কার্যবিবরণীর শুরুতে বিচারক ক্যামেরন ম্যান্ডার ঘোষণা দেন যে বাদী এ আবেদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এ ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার কোন কারণ নেই।
২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ার এ নাগরিক ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যা প্রচেষ্টা চালানোর এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনায় কোন দোষ স্বীকার করেনি। আগামী বছররের ২ জুন ক্রাইস্টচার্চে তার বিচার কার্য শুরু করা হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব