ইরাকের রাজধানী ও দক্ষিণাঞ্চলজুড়ে বৃহস্পতিবার দাঙ্গা পুলিশের সঙ্গে হাজার হাজার বিক্ষোভকারীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেশটিতে তৃতীয় দিনে গড়ানো এ গণআন্দোলনে এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে।
দেশে ব্যাপক দুর্নীতি, বেকারত্ব ও নিম্নমানের সরকারি সেবার প্রতিবাদ জানাতে হাজার হাজার লোক রাস্তায় নেমে আসে। কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ করা লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়্যার গ্যাস ও গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এ আন্দোলন মোকাবেলা করা এখন প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেননা, এরআগে কখনও তাকে এ ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। সূত্র: এএফপি।
বিডি প্রতিদিন/কালাম