বিক্ষোভকালে মুখোশ ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে হংকংয়ে। সরকারবিরোধী আন্দোলনে সহিংসতার কারণে হংকং সরকার দ্রুতই এই ঔপনেবিশক যুগের জরুরি আইন কাজে লাগানোর পরিকল্পনা করেছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, গণতন্ত্রের দাবিতে ৪ মাস ধরে অচল চীনের অধীনস্থ ‘এক দেশ, দুই নীতি’র হংকং। এ চারমাসে গণতন্ত্রপন্থিরা ব্যাপক জ্বালাও-পোড়াও চালিয়েছে দেশটিতে। বিক্ষোভকারীদের দমনে হংকং সরকারও কঠোর থেকে কঠোরতর হয়েছে। এই চার মাসে গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। ছাড় পাননি শিশু ও বৃদ্ধরাও। কালো মুখোশ পড়ে গণতন্ত্রপন্থিরা রাস্তায় নামায় তাদের শনাক্ত করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশের। এরপরই মুখোশ নিষিদ্ধের বিষয়টি আলোচনায় আসে।
এদিকে, বিক্ষোভকালে মুখোশ ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে বিরোধীরা মানতে চান না । তাদের দাবি, অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে স্বৈরতন্ত্র চর্চা করতেই এ পদক্ষেপ নিচ্ছে সরকার। সূত্র : সিএনএন ও সাউথ মর্নিং পোস্ট।
বিডি-প্রতিদিন/শফিক