ইরাকের আল-ফাতাহ অ্যালায়েন্সের প্রধান হাদি আল-আমেরি বলেছেন, ইরাক বর্তমানে চরম বিশৃঙ্খলার সম্মুখীন এবং ইসরায়েল ও আমেরিকা এর পেছনে রয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল এ খবর জানিয়েছে।
আল-আমেরি আরও বলেছেন, ইরাকে এমন কিছু লোক রয়েছে যারা গোটা দেশে বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়িয়ে দিতে চায়। আর এসব লোককে পেছন থেকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে আমেরিকা ও ইসরায়েল।
এদিকে, ইরাকের ‘আসায়েব আহলুল হাক’ আন্দোলনের মহাসচিব শেইখ কায়েস আল খাজ আলী বলেছেন, ইরাকে নতুনকরে যে বিক্ষোভ শুরু হয়েছে তাতে ইসরায়েল ও আমেরিকার হাত রয়েছে এবং বর্তমান পরিস্থিতি চরম বিশৃঙ্খলাপূর্ণ। ইরাকে রক্তাক্ত পরিস্থিতির দায় বিজাতীয়রা এড়িয়ে যেতে পারবে না।
ইরাকে গত কয়েক দিনে বিক্ষোভের সময় বেশ কয়েকজন অস্ত্রধারীকে আটক করা হয়েছে। এছাড়া অস্ত্রভর্তি গাড়ী জব্দ হয়েছে। আমেরিকা ও তার মিত্ররা ইরাকে বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়ে নিজের কর্তৃত্ব জোরদারের চেষ্টা করছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত