হলিউড সুপার হিরো আয়রন ম্যানকে নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উৎসাহের শেষ নেই। ছবির চরিত্র আয়রন ম্যান ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার। নিজের কারিগরি বিদ্যাকে কাজে লাগিয়ে বানানো বিশেষ পোশাক পরেই তিনি হয়েছিলেন আয়রন ম্যান। আয়রনের ম্যানের কায়দাতেই এবার বন্দুক সম্বলিত এক ধরনের পোশাক বানিয়েছেন এক ভারতীয় ব্যক্তি। সেই পোশাকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভাইরাল হয়েছে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির পোশাক অনেকটা ভারতীয় সেনাবাহিনীর ঢঙেই। তবে তা ধাতুর তৈরি। ধাতুর তৈরি সেই পোশাকের সবদিকেই রয়েছে বন্দুক। সেই পোশাক পরে আয়রন ম্যানের ভঙ্গিতেই এগিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি। তারপর চালাচ্ছেন গুলিও।
এই ভিডিও আপলোড করে লেখা হয়েছে, ‘সন্ত্রাসবাদের মোকাবিলা করতে আয়রন ম্যান শুট বানিয়েছেন এই ভারতীয় ব্যক্তি!’ এই উদ্ভাবন দেখে উচ্ছ্বসিত হয়েছেন নেটিজেনরা। যদিও স্বল্প শক্তিসম্পন্ন এই পোশাক দিয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করা কতটা সম্ভব তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। উল্লেখ্য, লোহার তৈরি পোশাক আর তাতে লুকোনো আগ্নেয়াস্ত্র, মানেই জনপ্রিয় চরিত্র অ্যাভেঞ্জার্স দলের আয়রন ম্যান তথা টনি স্টার্ক।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/শফিক