ফিলিপাইনে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দু'জন নিহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
এ বিষয়ে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, দক্ষিণ ফিলিপাইনের ম্যানিলা থেকে ৯২২ কিলোমিটার দক্ষিণে কোটাবাটো প্রদেশের তুলুনান শহরের উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
গত এক সপ্তাহ আগে দেশটির একই অঞ্চলে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সাতজন নিহত হয়েছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন