জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)- এর প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যার একদিন পর সংগঠনটির ‘দ্বিতীয় শীর্ষ’ নেতা আবু আল-হাসান আল-মুহাজিরও মার্কিন অভিযানে নিহত হয়েছেন।
রবিবার পৃথক অভিযানে সিরিয়ার আলেপ্পো প্রদেশের জারাবলুসে আল-মুহাজির নিহত হন বলে সোমবার নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। খবর মিডলইস্ট আই’র।
প্রতিবেদনে বলা হয়েছে, আইএসের মুখপাত্র আল-মুহাজির নিহতের বিষয়টি রবিবার প্রথম প্রকাশ্যে আনেন কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এসডিএফের প্রধান মজলুম আবদি। এই অভিযানে কুর্দি গোয়েন্দারাও অংশ নিয়েছিল।
এসডিএফ কমান্ডার এক টুইটে বলেন, ‘এসডিএফ গোয়েন্দা এবং মার্কিন সেনাবাহিনীর সমন্বিত অভিযানে জারাবলুস শহরের কাছে আইন আল-বায়দাহ গ্রামে আল-মুহাজিরকে লক্ষ্যবস্তু করা হয়। এই আইএস মুখপাত্র ছিলেন বাগদাদির ডানহাত।’
এর একদিন আগে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে মার্কিন স্পেশাল ফোর্সের অভিযানে আইএসের প্রধান বাগদাদি নিহত হন।
বিডি প্রতিদিন/কালাম