ভয়াবহ রূপ নিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের আগুন। বিস্তীর্ণ তৃণভূমিতে জ্বলছে শতাধিক আগুন। প্রদেশটিতে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শুক্রবার একে জরুরি পরিস্থিতি হিসেবে সতর্ক করেছে দমকল কর্তৃপক্ষ।
উষ্ণ আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে শুষ্ক বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। মারাত্মক আকার ধারণ করেছে অন্তত ১৭টি আগুন।
এ ব্যাপারে দমকল বাহিনী জানায়, আগুনগুলো নিভাতে কাজ করছে সহস্রাধিক কর্মী এবং অর্ধশতাধিক বিমান। অনেক বাসিন্দা আগুনের প্রকোপ থেকে বাঁচতে নিজ বাড়িতে আটকা পড়েছেন।
অন্যদিকে, বনাঞ্চলে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কুইন্সল্যান্ড ও অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলেও জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ