মহারাষ্ট্র সরকার নিয়ে বড় ধাক্কা খেল ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি। এই সরকার নিয়ে সুপ্রিম কোর্টে কার্যত জয় পেল শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট।
আগামীকাল বুধবার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে বিজেপি তথা ফড়ণবীস সরকারকে।
বিরোধী জোটের দায়ের করা মামলায় এই নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
রায়ে বলা হয়েছে, অতি দ্রুত প্রোটেম স্পিকার নিয়োগ করে আগামীকাল বিকাল ৫টার মধ্যে আস্থা ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সেই সঙ্গে কোনও গোপন ব্যালট নয়, বরং এই আস্থাভোট প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করারও নির্দেশ দিয়েছেন আদালত।
রায় দিতে গিয়ে আদালত এ দিন জানিয়েছেন, মহারাষ্ট্রে এখনও বিধায়কদের শপথগ্রহণ হয়নি। অবিলম্বে শপথগ্রহণের জন্য প্রোটেম স্পিকার নির্বাচন করতে হবে। একই সঙ্গে শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চের নির্দেশ প্রোটেম স্পিকারই বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন এবং তিনিই আস্থা ভোট পরিচালনা করবেন।
রায়ের পরই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, ‘আমরা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।’’
শনিবার সকালে লোকচক্ষুর অন্তরালে মুখ্যমন্ত্রীর পদে দেবেন্দ্র ফড়ণবীস এবং উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নেন অজিত পাওয়ার। সেই প্রক্রিয়াকে ‘অবৈধ’ দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট। ২৪ ঘণ্টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবি জানান তারা। রবিবার এবং সোমবার শুনানির পর আজ মঙ্গলবার রায়ের দিন নির্ধারিত করে বিচারপতি এন ভি রমণ, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/কালাম